কৈয়ারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১২ জুন বিকাল তিনটায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন।
স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন ও আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হাসানুল হক, সদস্য আবছার উদ্দিন মাহমুদ, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, চকরিয়া পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন টিপু, ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, রুবেল, সাজ্জাদ চৌধুরী, আবুল হাসেম সানি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক নুরুল মোস্তফা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাবের আহমদ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন।
পরে দ্বিতীয় অধিবেশনে পাঁচ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি শওকত হোসেন। এরমধ্যে সভাপতি মোহাম্মদ সোহেল, সিনিয়র সভাপতি মোহাম্মদ শফি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর শীল ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।
আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করারও নির্দেশ দেন।