1. iliycharman7951@gmail.com : admin :
রামুতে চ্যাম্পিয়ন সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল - matamuhuri - মাতামুহুরী
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন

রামুতে চ্যাম্পিয়ন সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল

রামু প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২২৬ পঠিত

রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল। ফাইনালে ভালো খেলেও শিরোপা জয়ের পথে পিছিয়ে পড়ে নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল। ১৭ জুন শুক্রবার রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল ১-০ গোলে নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে। শিপন বড়ুয়ার একমাত্র গোলে শিরোপা জিতে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল।
শুক্রবার রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন, ফাইনাল খেলার প্রধান অতিথি কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন, সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দলের শিপন বড়ুয়া ও নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলের বিপ্লব বড়ুয়া। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন, আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দলের চম্পক বড়য়া। রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ এর সেরা দর্শক হিসেবে পুরস্কৃত হন, সাবেক ফুটবলার পরিমল বড়ুয়া, জৈয়িতা বড়ুয়া ও তছলিম উদ্দিন সোহেল। অনুষ্ঠানে সম্মাননা ট্রফি অর্জন করে, প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল ও ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ পরিচালানা কমিটির আহবায়ক রাজু বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আবুবক্কর ছিদ্দিকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, ফতেখাঁকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবছার কামাল, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহবায়ক তরুপ বড়ুয়া, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রামু চৌমুহনী বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, সাবেক ফুটবলার পরিমল বড়ুয়া, অধীর বড়ুয়া, ডা. রবীন্দ্র শর্মা, মাহাবুব উল আলম কাজল, পুলক বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান প্রমুখ।

ফাইনাল খেলা পরিচালনায় আলী হোসেন রেফারী, সুমন দে, মিল্টন দত্ত ও কামরুল আহসান সোহেল সহকারি রেফারির দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, সাংবাদিক নীতিশ বড়ুয়া।

খেলায় অংশ নেয়, সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল: রিটু বড়ুয়া (অধিনায়ক), বিপুল বড়ুয়া আব্বু (গোলরক্ষক), ফরিদুল আলম, মিছবাহ উদ্দিন, উজ্জ্বল বড়ুয়া, শফিউল আলম লালু, চম্পক বড়ুয়া, অরুন বড়ুয়া, শিপন বড়ুয়া, চঞ্চল বড়ুয়া, বিজন বড়ুয়া। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সুবীর বড়ুয়া বুলু, শাহ আলম, অমিয় বড়ুয়া, ডেবিট বড়ুয়া, সুরেশ বড়ুয়া, ফরিদুল আলম, জীবক বড়ুয়া, ছিদ্দিক আহমদ, শাহ আলম, সুশান্ত পাল বাচ্চু।

নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল: সুপন বড়ুয়া শিপন (অধিনায়ক), কাকন বড়ুয়া (গোলরক্ষক), টিপু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, কমল বড়ুয়া, কাজল বড়ুয়া, জিটু বড়ুয়া, সুহাস বড়ুয়া, সুকুমার বড়ুয়া, ওমর ফারুক মাসুম, দুলাল বড়ুয়া। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, ইঞ্জিনিয়ার তরুন বড়ুয়া, সংগীত বড়ুয়া, রুহুল আমিন রকি, মোর্শেদ আলম, আপন বড়ুয়া, দুলাল বড়ুয়া, মো. হোছাইন, গিয়াস উদ্দিন, বিমল বড়ুয়া, পলক বড়ুয়া আপ্পু ও প্রকাশ সিকদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych