কক্সবাজারে বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন। এরমধ্যে কুতুবদিয়ায় ২ জন নিহত ও ২ জন আহত হন। পেকুয়ায় নিহত হয়েছে আরো একজন। ১৯ জুন রোববার দুপুর ১ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর পুত্র মো. ইমতিয়াজ (২৫), মো. ছাবেরের পুত্র মো. করিম (২৫), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সরতঘোনা এলাকার আলী হোসেনের পুত্র মোহাম্মদ আলী (৩২)।
আহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর পুত্র রমিজ (৩৬) ও আক্কাছ (২২)।
কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার মাতামুহুরীকে বলেন, দুপুরে বজ্রপাতের ঘটনায় নৌকা মেরামতের কাজ করার সময় ৪ জন আহত হন। এদের কুতুবদিয়া হাসপাতালে আনা হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মৃত ২ জন সম্পর্কে শালা-দুলাভাই। এ ঘটনায় অপর ২ জন চিকিৎসাধিন রয়েছে।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী মাতামুহুরীকে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।