1. iliycharman7951@gmail.com : admin :
 ফাঁসিয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ - matamuhuri - মাতামুহুরী
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :

 ফাঁসিয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৩৮ পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশব্যাপী গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ” নিজ বাড়ির আঙ্গিনায় একটি হলেও গাছ লাগান, পরিবেশ বাঁচান।” এ শ্লোগানকে সামনে নিয়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুন) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ভেন্ডিবাজার এলাকায় গাছের চারা বিতরণ করা হয়। উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: আলমগীর হোছাইন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবচারসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গিয়াস উদ্দিন চৌধুরী মাতামুহুরীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে দেশব্যাপী গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে ফাঁসিয়াখালীতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। একটি গাছ সন্তানের মতো একটি পরিবারকে বাঁচিয়ে রাখে। তাই গাছ লাগানোর কোনে বিকল্প নেই।
তিনি আরও বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক দূর্যোগে মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে। সে কারণে তিনি ভবিষৎ প্রজন্মকে রক্ষা করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych