কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ২০ আগষ্ট থেকে মাঠে গড়াচ্ছে ফুটবল এসোসিয়েশন ফুটবল লীগ। বর্ণাঢ্য আয়োজনে এবারের লীগ আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা ডিএফএ কর্মকর্তারা।
১৯ জুন সন্ধ্যায় জেলা ফুটবল এসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
উক্ত সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত দেন জেলা ডিএফএর সহ সভাপতি কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ মাসুদ আলম, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুবীর বড়ুয়া ভুলু, ছিদ্দিক আহমদ, খালেদ আজম বিপ্লব, খালেদ হোসাইন, ওয়াহিদ মুরাদ সুমন, রশিদ আনচারী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ আগষ্ট জেলা ডিএফএ লীগ আয়োজনের বিষয়ে সবাই একমত পোষন করেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ফুটবলের উন্নয়ন এবং মাঠ সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।