অপরাজিতা নারীদের নিয়ে খান ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজে পিছিয়ে পড়া নারীদের কিভাবে দেশের বড়বড় রাজনৈতিক দল গুলোতে ৩৩ ভাগ কোটা পূরণ করা যায় সেই বিষয়ে নারী প্রতিনিধিরা মতবিনিময় সভায় তুলে ধরেন।
নানান বিষয়ে নারীরা অনেক এগিয়েছে। কিন্তু যোগ্যতার ভিত্তিতে নারীরা সব স্থানে জায়গা করে নিলেও রাজনৈতিক দল গুলোতে অবহেলার শিকার হচ্ছে। নির্বাচন আসলে রাজনৈতিক দল গুলো নারীদের কোটা পুরণের কথা বললেও বাস্তবে কিছুই করছে না।
গত ২০ জুন সকাল দশটায় চকরিয়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশনেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, কক্সবাজার-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জাপা নেতা সামসুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. ফেরদৌস আহমদ, উপজেলা যুবদলের সভাপতি ওমর আলী, খান ফাউন্ডেশনের ক্যাপাসিটি বিল্ডিং কো-অডিনেটর আবু সালাম, উপজেলা সমন্বয়কারী মোছাম্মদ বেদানা খাতুন, উপজেলা সমন্বয়কারী আল আমিন, নারী নেত্রী বদরুন নাহার কলি, সিদতারাতুল মোনতাহা, বুলবুল জন্নাত, জাহানারা, জোসনা, রোকেয়া বেগম বেবি ও কামরুন নাহার সোনিয়া।