চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার বিকাল তিনটায় বরইতলী দাখিল মাদ্রাসায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমরুউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আ ক ম গিয়াস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, নজরুল ইসলাম, সদস্য আলমগীর হোছাইন, প্রচার সম্পাদক আবু মুছা, অর্থ সম্পাদক বদরুদ্দোজা, সাবেক সভাপতি মাষ্টার বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, দিদারুল ইসলাম, বাদল মেম্বার, ফিরোজ আহমদ, সামসুউদ্দিন। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নির্বাচিত হন।