কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদে উঠার সময় অবশ্যই চোখে পড়ে উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের সদ্য নির্মিত বিশাল ভবনটি। দৃশ্যমান এ দপ্তরে দায়িত্বে রয়েছেন সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের একজন উপ- সহকারী প্রকৌশলী। তাঁর নাম মো: আল আমিন বিশ্বাস। তিঁনি কোথায় থাকেন, কি করেন, তাঁকে তো ভুক্তভোগী ও সেবাপ্রার্থী জনগণ খোঁজেই পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
উখিয়ার ৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ব্যক্তি নুরুল আমিন, আবদুর রহিম ও আবুল কালাম এ প্রতিবেদককে জানান, গত তিন মাসে ধরে জনস্বাস্হ্য প্রকৌশলীকে পাচ্ছি না।
তিনি কোথায় থাকেন জানি না। অফিসে এসে তাঁকে না পেয়ে বার বার ফিরে যেতে হয়। নলকুপের সমস্যা নিয়ে তিন মাস ধরে এসে তাঁকে পায়নি। তাঁর অফিসটি সব সময় তালাবদ্ধ।
এমন অভিযোগের সত্যতা জানতে আজ সোমবার ২৭ জুন বিকেল তিনটায় উখিয়া জনস্বাস্হ্য প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে প্রকৌশলী আল আমিন বিশ্বাসকে পাওয়াই যায়নি। অনেকের মতে জনস্বার্থে তাঁকে দ্রুত অন্যত্র বদলী করা উচিত।
অফিসের একজন কর্মচারীর কাছে জানতে চাইলে তিনি বলেন স্যার সাইটে গেছেন। এখন প্রশ্ন উঠেছে, তাঁকে কোন সময় লোকজন অফিসে পায় না কেন? আসলে ওনি থাকেন কই? অফিস করে না কেন? এ ব্যাপারে উখিয়ার সচেতন মহল কক্সবাজার জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন।