ইয়াবা পাচার মামলায় দুই সহোদরকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার পুত্র মহিউদ্দিন (৩০) ও নুরুল আলম (২৬)। ২৯ জুন বুধবার বিকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ কারাদন্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
তিনি মাতামুহুরীকে বলেন, ২০১৮ সালের ১ মে টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ হোয়াইক্যং হাইওয়ে পুলিশের হাতে আটক হয়েছিল তারা। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করেন আদালত। রায় প্রদানকালে অভিযুক্ত ২ সহোদর আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস করার সময় সাজা থেকে বাদ যাবে বলে উল্লেখ রয়েছে আদেশে।