বান্দরবানের লামা উপজেলা ও পৌর শ্রমিক লীগের নবগঠিত আহবায়ক কমিটি গঠন কমিটি ঘোষণা করেন বান্দরবান জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জুন, ২০২২ ইং) লামা উপজেলা পরিষদের গেষ্ট হাউসে জাতীয় শ্রমিক লীগের এক মত বিনিময় সভায় পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট আগামী তিন মাসের জন্য উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষনা করেন।
উপজেলা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেলেন মো. নাছির উদ্দীন, যুগ্ম-আহবায়ক আবুল কাশেম সমীর, সদস্য সচিব-মো. শাহেদ উদ্দিন, কার্যকরী সদস্য-হারাধন, মো. আরিফ, মো. আজাদ, উছাথোয়াই মার্মা সহ ৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি। পৌর কমিটির আহবায়ক হিসেবে উসুইথোয়াই মার্মা, যুগ্ম- আহবায়ক মো.সেলিম, সদস্য সচিব মো. শামীম, সদস্য-সুবল বড়ুয়া, বাবুল দাশ, মো. এরফান, মো. সুজন সহ ৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি।
এ সময় মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লামা উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, প্রধান বক্তা জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি আবু মুছা কোং, লামা উপজেলা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সম্পাদক ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, পৌর আ,লীগের সভাপতি মো. রফিক, জেলা শ্রমিক লীগে সাধারণ সম্পাদক, মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন ভূঁইয়া উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীরসহ শ্রমিক লীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।