আগামী ২১ জুলাই লক্ষ্যারচর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমিতির নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন বিভিন্ন পদে একাধিক প্রার্থীরা। এসব প্রার্থীরা স্ব-স্ব পদে নিজ প্রার্থীতাও ঘোষণা করেছেন। এনিয়ে সমিতির সদস্যদের মধ্যে নির্বাচনী উত্তাপ ও আমেজ পরিলক্ষিত হচ্ছে।
সমিতির সদস্যরা জানান, ১৯৫৯ সালে লক্ষ্যারচর মৎস্যজীবি সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে শান্তিপূর্নভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন সমিতির সদস্যরা। এভাবে সমিতির কার্যক্রম চালিয়ে আসছেন তারা। এ সমিতির মাধ্যমে সরকারি-বেসরকারি নানা সুযোগ সুবিধা পেয়ে আসছেন সদস্যরা। সমিতির নিজস্ব দশ একর চিংড়িঘের ও ফিশিং বোটও রয়েছে। দুইবছর পরপর নির্বাচনের মাধ্যমে সমিতির নেতৃত্ব পরিবর্তন হচ্ছে। নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন সভাপতি পদে-এনাম হোছাইন (আনারস), সহ সভাপতি পদে মো. আসাব মিয়া (আম), সাধারণ সম্পাদক পদে মো. ইছহাক আহামেদ (ফুটবল)।
আগামী ২১ জুলাই সমিতির নিবার্চন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চকরিয়া উপজেলা সমবায় অফিসার ও মৎস্য কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে।