ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন এবং ফিরে আসুক জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি। হাজার প্রতিকূলতার মাঝেও সবার জীবনে ঈদুল আজহা বয়ে আনুক নির্মল আনন্দ। মাতামুহুরী পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভন্যাধায়ীদের জানাই মাতামুহুরী পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক ও শুভেচ্ছা।