বান্দরবানের পার্বত্য জেলার আলীকদমে মুরুং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই, ২০২২ইং) সকালে সেনা জোন আয়োজনে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ম্রো জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মনজুরুল হাসান (পিএসসি)।
এসময় তিনি বলেন ম্রো সম্প্রদায় সেনাবাহিনীদের সাথে একসাথে থেকে পাহাড়ে সন্ত্রাসীদের নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে । তারা মুরুং বাহিনী গঠন করে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে। সেনাবাহিনী ম্রো জনগোষ্টি ও তাদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরুং সম্প্রদায়ের জন্য আলাদা হোষ্টেল তৈরি করা হয়েছে।
এছাড়াও চিকিৎসেবা এবং ম্রো জনগোষ্টির জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে। ইতোমধ্যে কিছু বিপথগামী ম্রো সশস্ত্র লোকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থান তৈরি করে নিরাপদ জীবন দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন লে.কর্ণেল মো. সাব্বির হাসান পিএসসি জোন কমান্ডার, (৩১ বীর) আলীকদম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামসহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা, আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
আরও সভায় ম্রো জনগোষ্টির মাঝে ফ্রী মেড়িকেল সেবা প্রদান করা হয়। তাদের ছাত্র-ছাত্রীদের স্কুল বেগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।