এর আগে শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখে পদত্যাগপত্রে সই করে মালদ্বীপে যান গোতাবায়া। সেখানেও তার বিরুদ্ধে বিক্ষোভের দরুণ সৌদি বিমানে চেপে সিঙ্গাপুরে পৌঁছান। সিঙ্গাপুর থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কার মানুষ বিক্ষোভে ফুঁসছে। জিম্মি করে রেখেছে দেশটির সরকারি বাসভবন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা ও কারফিউ জারি করে সেনাবাহিনীকে ‘যা করতে হয়, তাই করার’ নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে গোতাবায়া রাজাপাকসে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসেন।