অবশেষে জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে আজ ১৭ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত মাতামুহুরী সাংগঠনিক উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২২। এ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মধ্যদিয়ে মাতামুহুরী উপজেলার সবকটা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের সমাপ্তি ঘটছে। ইতোমধ্যে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে।
পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষেই মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম আগামী ২৭ জুলাই মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। ১৬ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম কাদের সওদাগর সভাপতি ও আশরাফ আহমদ মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনবছর মেয়াদে এ কমিটি ইতোমধ্যে ৯ বছর অতিবাহিত করেছে। এরই মধ্যে সভাপতি গোলাম কাদের সওদাগর মারা গেলে তাঁরস্থলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের সহ-সভাপতি নুরুল আমিন সিকদার।
সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনবছর মেয়াদের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং দলীয় নানা বিড়ম্বনার কারণে এতদিন সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আশার কথা হলো কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার আলোকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম ইতোমধ্যে চকরিয়া-পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং অধীন প্রতিটি ইউনিট আওয়ামী লীগকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে বর্তমানে মেয়াদ উর্ত্তীণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ রবিবার ১৭ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। এবারের সম্মেলনে সভাপতি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোট ছয়জন। তাদের মধ্যে সভাপতি পদে আছেন তিনজন ও সাধারণ সম্পাদক পদে আছেন তিনজন।
সভাপতি পদে লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল (ছাতা), চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম শামীম (দেওয়াল ঘড়ি) ও নুরুল আমিন সিকদার (চেয়ার)। তাদের মধ্যে ওয়াহিদুল ইসলাম শামীম গতবারের সম্মেলনে সম্পাদক প্রার্থী ছিলেন। তুমুল প্রতিদ্ব›িদ্বতায় তিনি মাত্র এক ভোটের ব্যবধানে হেরে গেলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সরব রয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সম্পাদক মেম্বার আশরাফ আহমদ (তালা), প্রয়াত সভাপতি গোলাম কাদের সওদাগরের ছেলে শহিদুল ইসলাম সোহেল (ফুটবল) ও সাবেক ছাত্রনেতা আবু মোরশেদ (টিউবওয়েল)।