শামীম সভাপতি ও আশরাফ মেম্বার সম্পাদক
২০১৩ সালের সম্মেলনে চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার অধীন পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের তিনবছর মেয়াদের কমিটি নির্বাচিত হলেও সময় পার করেছে দীর্ঘ ৯বছর। তৃণমুলের নেতাকর্মীরা বারবার সম্মেলন করার জন্য দাবি জানিয়ে আসলেও উপজেলা কমিটির দায়িত্বশীলরা যথা সময়ে করতে পারেনি।
অবশ্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বলছেন, সম্মেলন পরবর্তী জাতীয় সংসদ ও দুইবার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবার করোনাকালীন সময়ে নানা সমিকরণের কারণে সম্মেলন করতে বেগ পেতে হলেও সর্বশেষ গতকাল রোববার ১৭ জুলাই সকালে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২২।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম শামীম। আর পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সম্পাদক মেম্বার আশরাফ আহমদ। কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ। এবারের সম্মেলনে সভাপতি সম্পাদক পদে প্রার্থী হন মোট ছয়জন।
তাদের মধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন।
সভাপতি পদে প্রার্থী ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম শামীম (দেওয়াল ঘড়ি), সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল (ছাতা) ও নুরুল আমিন সিকদার (চেয়ার)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বর্তমান সম্পাদক মেম্বার আশরাফ আহমদ (তালা), প্রয়াত সভাপতি গোলাম কাদের সওদাগরের ছেলে শহিদুল ইসলাম সোহেল (ফুটবল) ও সাবেক ছাত্রনেতা আবু মোরশেদ (টিউবওয়েল)।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে পুর্ববড় ভেওলাস্থ সিকদারপাড়া জয়নাল আবেদিন মহিচ্ছুনাহ মাদরাসা প্রাঙ্গনে সম্মেলন উদ্বোধন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার -১ (চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শফিকুল কাদের শফি চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এড রনজিত দাশ ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মাবু।
পূর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আশরাফ আহমদ এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, পূর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন মুন্না, আওয়ামী লীগ নেতা মাস্টার আবুল কালাম আজাদ, অধ্যাপক হারুন সরওয়ার বাদল, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ।