বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমদ জয় অসুস্থ হয়ে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাবেক এ ছাত্রলীগ নেতার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বৃহষ্পতিবার (২১ জুলাই) দুপুরে এমপি কমল কক্সবাজারের ওই হাসপাতালে অসুস্থ ইসতিয়াক আহমদ জয়ের শয্যা পাশে গিয়ে তাঁর চিকিৎসার খবরা-খবর নেন এবং অসুস্থ্য জয়ের সুস্থতা কামনা করেন।
এসময় কক্সবাজার জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল মাওলা, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান, রামু খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
সাইমুম সরওয়ার কমল এমপি সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।