চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় জিয়াউর রহমান (৩৮) নামের একব্যক্তি নিহত হয়েছেন। নিহত জিয়াউর রহমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের বত্তাতলী এলাকার অলি আহমদের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বেলা সাড়ে ১১টার দিকে হারবাং নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখি একটি প্রাইভেট কার জিয়াউর রহমানকে ধাক্কা দেয়। এসময় সড়কে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়। স্থানীয় লোকাজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কম্েপ্লক্সে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেয়ার পথে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
হারবাং নতুন বাজার এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন মাতামুহুরীকে বলেন, জিয়াউর রহমান এলাকায় জিয়া হুজুর নামে পরিচিত। তিনি এলাকায় মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফনে সহায়তা করতে এগিয়ে যেতেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।