মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-এ ¯েøাগানে দেশের অন্যান্য উপজেলার মতো কক্সবাজারের চকরিয়া উপজেলায় আরো ৪০ পরিবারকে ঘর, ঘরের চাবি, জমির দলিল ও সৃজিত খতিয়ান বুঝিয়ে দেয়া হয়েছে। এসব পরিবারের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ৮ পরিবার রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসি হক চৌধুরী জেসি, উপজেলা কৃষি অফিসার এস এম নাছিম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ভুমি কর্মকর্তা মো. রাহাত উজ জামান, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ শ্রেণিপেশার মানুষ।
ইতোমধ্যে দুই পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪৩০টি ও তৃতীয় পর্যায়ের ২১০টি সহ মোট ৬৪০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। ২১ জুলাই ৪০ পরিবারের মা পূর্ববড়ভেওলা ও ডুলাহাজারা নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তুলে দিয়ে সর্বমোট ৬৮০টি ঘর হস্তান্তর করা হলো।
উল্লেখ্য, ডুলাহাজারা মালুমঘাট সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৮ পরিবারে মাঝে মুজিববর্ষ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে যাচাই-বাচাই করে চকরিয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন মাঝে ঘর বরাদ্দ দেওয়া হবে। ##