1. iliycharman7951@gmail.com : admin :
লক্ষ্যারচর মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ : পূন নির্বাচনের দাবী - matamuhuri - মাতামুহুরী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সদর হাসপাতালে যোগ দিলেন নতুন তত্ত্বাবধয়াক ডা. মং টিং ঞো তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের এমপিও স্থগিত লামায় ভাইয়ের হাতে ভাই খুন রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী শিক্ষকের পিটুনিতে ছাত্রের বাম পা ভেঙ্গে গেছে চকরিয়ায় স্থানীয় সরকার দিবস পালন বৃক্ষরোপনে বন্ধু ফাউন্ডেশনের গৃহিত কর্মসুচি নিরাপত্তা বেস্টনী সুরক্ষিত হবে–সাঈদী প্রতিবন্ধী খালেদাকে ঘর দিলেন কাউন্সিলর মুজিব

লক্ষ্যারচর মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ : পূন নির্বাচনের দাবী

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৩৯ পঠিত

তিন বছরের পরিবর্তে ছয় বছর পর নির্বাচন অনুষ্ঠান। তার উপর আবার নানা অনিয়ম ও দুর্নীতি। প্রার্থীর মতের বিপক্ষে টসে ফেলে অপর প্রার্থীকে পরাজয় করা যেন সমিতির নির্বাচন নামে শিশুখেলা। এমনটাই অভিযোগ করে নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচন দেয়ার দাবী জানালেন সভাপতি প্রার্থী নুর সোবহান।

সভাপতি প্রার্থী নুর সোবহান সাংবাদিকদের জানান, গঠনতন্ত্রে প্রতি তিনবছর পরপর চকরিয়ার পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষ্যারচর মৎস্যজীবী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের আয়োজন করার কথা, কিন্তু নানা অনিয়ম ও দূর্নীতির ধামাচাপা দিতে নির্বাচনের আয়োজন করেনি নেতারা। অবশেষে ৬ বছর পর ২১ জুলাই ওই এলাকার জেলে পাড়া নুরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হয় নির্বাচন।

সকাল ১০ থেকে বিকেল ১টা পর্যন্ত ভোটদান চলে। ১১৫ ভোটারের মধ্যে ভোটপড়ে মাত্র ৬৯ ভোট। ৩ ভোট নষ্ট দেখানো হয়। সভাপতি প্রার্থীর সংখ্যা ২জন। ভোটে দেখানো হয়, সভাপতি প্রার্থী দুইজনই ৩৩ ভোট করে সমান পান। তবে সভাপতি প্রার্থী নুর সোবহান অভিযোগ করেন, আমাকে পরিকল্পিতভাবে পরাজয় করতে ১ ভোট নষ্ঠ দেখানো হয়েছে। ভোট সমান হওয়ায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারি দিয়ে এনামুল হককে বিজয় দেখানো হয়। সমিতির দায়িত্ব তিনবছরের মধ্যে দেড়বছর করে পালনের সুযোগ রয়েছে। লটারিতে ফেলে আমাকে পরাজয় নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, এ সমিতি মাত্র ৯৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে ১১৫ জন সদস্য। সমিতির নামে রামপুর মৌজায় ১০ একর চিংড়ি ঘের রয়েছে। বছরে ১০ থেকে ১৫ লাখ টাকা আয় হয়। কতিপয় কর্তাব্যক্তি লুটপাটের সুযোগ নিতে পরিকল্পিত নির্বাচনের আয়োজন করে। তিনি এ নির্বাচন বাতিল চেয়ে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych