কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের অদুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) বিকাল তিনটার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ছায়রাখালী রাস্তার মাথার দক্ষিণে বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের মাথায় চুল ছিল না এবং চেহারাও বিকৃত ছিল। শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন পূর্বে কে বা কাহারা ওই যুবককে হত্যা করে বনের ভেতরে ফেলে রাখে। এদিকে খবর পেয়ে সিআইডির ক্রাইম পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার বিকালে কয়েকজন লোক পাহাড়ে পাতা কুড়াতে গিয়ে জঙ্গলে ভেতর অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে বিকাল তিনটার দিকে চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম ও থানার অপারেশন অফিসার এসআই রাজীব দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
পরে পুলিশ মরদেহের সুরতহাল তৈরী শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী মাতামুহুরীকে বলেন, বনের ভেতরে অজ্ঞাতনামা যুবক লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বেশকয়েকদিন পূর্বে কে বা কাহারা ওই যুবককে হত্যা করে বনের ভেতরে ফেলে রেখেছে। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম পুলিশের পাশাপাশি থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া নেওয়া হচ্ছে।