কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী ভারতের মহাত্মাগান্ধী পদকে ভূষিত হয়েছেন। গত ২৩ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে স্থানীয় একটি হলরুমে তাকে এ পদক দেওয়া হয়।
আন্তর্জাতিক বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া কনফারেন্স-২০২২ কর্তৃক আয়োজিত অরভধ অওগএওঈঝঞ অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশে^র আরও কয়েকটি দেশের গুনী মানুষকে মহাত্মাগান্ধী পুরস্কার তুলে দেন। এরমধ্যে
ঈদক প্রাপ্তীর মধ্যে ফজলুল করিম সাঈদী অন্যতম। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় ফজলুল করিম সাঈদী এক প্রতিক্রিয়া বলেন, দীর্ঘদিন ধরে সমাজ সেবা সহ নানা মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সবাইকে মানবিক ও সেবাধর্মী মানসিকতা ধারণ করতে হবে। সেবার মানসিকতা থাকতে হবে। মানুষকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।’
তিনি আরও বলেন, দেশ গঠনে যুব সমাজের কোন বিকল্প নেই। তাই যুবকদের ক্রীড়ায় ব্যস্থ রাখতে হবে। মর্যাদাশীল দেশ হিসাবে বহির্বিশ্বে সম্মান অর্জন করা আমাদের কাজ। এক্ষেত্রে দেশের যুব সমাজের ভূমিকা অপরিহার্য। বিশেষ করে মর্যাদাশীল দেশ গড়ার ক্ষেত্রে যুবকদের কোন বিকল্প নাই। যুবকরাই পারে দেশের জন্য প্রকৃত মর্যাদা নিয়ে আসতে। ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা এদেশের মর্যাদা বৃদ্ধি করতে পারি। যুব উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্র দুইটা অন্যতম মাধ্যম যার মধ্যে মর্যাদা ও সম্মান অর্জন করা সম্ভব।