চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের মাতা খালেদা বেগম (৬৩) ইন্তেকাল করেছেন। গত ২৩ জুলাই শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও স্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। রবিবার বিকাল ২টায় চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।
এদিকে আবদুল মজিদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনীতিক দল, চকরিয়া প্রেসক্লাব ও সামাজিক সংগঠন গুলো।
এরমধ্যে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাউল হক সহ কর্মরত সাংবাদিকগণ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।