চকরিয়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৪ জুলাই সকাল দশটায় বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের সরাসরি ভোটে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুজিবুল হক রতন দুইবছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।
এরআগে ২০ জুলাই অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও মহিলা প্রতিনিধি নির্বাচন করা হয়। অভিভাবক নির্বাচিত হয়েছে কফিল উদ্দিন, ফরিদুল আলম, মেহেদী হাসান ও রকিবুল আজম। শিক্ষক প্রতিনিধিরা হলেন, কনিকা পাল, রুপন শ্রী বড়–য়া, নুরুজ্জামান ও মহিলা প্রতিনিধি হুরে জন্নাত। ম্যানেজিং কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হায়দার। নির্বাচনের দায়িত্ব করেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
নব-নির্বাচিত সভাপতি মুজিবুল হক রতন মাতামুহুরীকে বলেন, কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য নিরলসভাবে কাজ করবো। আধুনিক, তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নেওয়া হবে।