কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
রোববার বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বদি বিরোধী গ্রুপের বয়কটের মাধ্যমে বিকেল ৩টায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউছুফ মনো সভাপতিত্ব করার কথা থাকলেও অবশেষে সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও উখিয়া-টেকনাফ আসনের সাংগঠনিক দলের প্রধান রাজা শাহ আলম চৌধুরীর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রহমান বদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরকে জয়ী ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান বলেন, দ্বিতীয় অধিবেশনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।