“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ” স্লোগানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নির্মূলে থানা পুলিশের আয়োজনে চকরিয়া পৌরসভায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নতুন ভাবে শুরু হওয়া বিট পুলিশিং কার্যালয়ের আওতাধীন এলাকা হিসেবে থাকবে চকরিয়া পৌরসভার ১নম্বর, ২নম্বর ও ৩নম্বর ওয়ার্ড। শনিবার (২৫ জুলাই) বিকেলে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডস্থ তরছপাড়া ষ্টেশনে এ বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।
বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবতী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। অনুষ্ঠানে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধক ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো: তফিকুল আলম।
চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং নেতা রাজিবুল মোস্তফা রাজিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং অফিসার কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এইচএম তাজ উদ্দিন, চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: নুরুচ্ছশফি, সংরক্ষিত নারী কাউন্সিলর রাশেদা বেগম, চকরিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, এসআই রাজিব চন্দ্র সরকার, সহকারি বিট অফিসার এএসআই উত্তম কুমার ভৌমিক, কামাল হোসেন, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।