চকরিয়া টাইলস এন্ড সেনিটারি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মের্সাস আলীফ সেনেটারী এর স্বত্বাধিকারী কফিল উদ্দিন চৌধুরী সভাপতি, মের্সাস সোলতান এন্ড সন্স এর স্বত্বাধিকারী এসএম মীর কাশেম সাধারণ সম্পাদক ও মিছবা এন্টারপ্রআজিরে স্বত্বাধিকারী আনিসুল ইসলাম অর্থ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি মৌলনা ইদ্রিস আহমদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-অর্থ সম্পাদক মাওলানা মো. শোয়াইব।
গত ২৯ জুলাই সকাল ১০টায় চকরিয়ার ধানসিঁড়ি রেস্তোরা হলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চকরিয়ার টাইলস এন্ড সেনিটারি সামগ্রী ব্যবসায়ীদের একমাত্র সংগঠন চকরিয়া টাইলস এন্ড সেনিটারি মালিক সমিতির নির্বাচন অনুষ্টিত হয়। এতে ২৫ প্রতিষ্ঠান মালিকদের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন। প্রত্যেক পদে একজন করে প্রার্থী হন। আর কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।