চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের চারটি ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল একদিনে অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই রোববার চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে চকরিয়া পৌরসভার ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। দুপুরে সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া-পেকুয়া উপজেলা সাংগঠনিক টিমের প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা যুগ্ম সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান চৌধুরী মাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি তপন কান্তি দাশ, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক।
এরপর রাত দশটার দিকে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে চকরিয়া পৌরসভার ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগে ডা. রতন চৌধুরী সভাপতি, বাবুলুল করিম বাবুল সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগে সেকান্দর বাদশা নাগু সওদাগর পুনরায় সভাপতি, জমির উদ্দিন মেম্বার পুনরায় সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগে জয়নাল আবেদিন সভাপতি, আরিফ মাঈন উদ্দিন রাসেল সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগে হুমায়ুন কবির কমিশনার পুনরায় সভাপতি ও সাবেক কমিশনার নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।