1. iliycharman7951@gmail.com : admin :
লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা - matamuhuri - মাতামুহুরী
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন

লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

লামা প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৫৪ পঠিত
লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে ইয়াছমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ৪ আগষ্ট  বৃহস্পতিবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাদামটিলা পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়াছমিন আক্তার বাদামটিলা পাড়ার বাসিন্দা মো. নবী হোসেনের স্ত্রী।
সূত্র জানায়, ইয়াছমিন আক্তারের সাথে গত ছয় মাস আগে একই এলাকার মো. নবী হোসেনের ইসলামি শরিয়ত মতে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস তাদের সংসার সুখে কাটলেও সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইয়াছমিন আক্তার ঘরের একটি কক্ষে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ইয়াছমিন আক্তারের লাশ ঝুঁলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
এ বিষয়ে গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. কুতুব উদ্দিন খান লিয়ন বলেন, খবর পেয়ে গৃহবধূ ইয়াছমিন আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych