জালে পেচিয়ে মোহাম্মদ বাদশা মিয়া (৫৫) নামের এক মৎস্যজীবির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোন ১১ একর পয়েন্টে মরা মাতামুহুরী নদী খ্যাত খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় বাদশা মিয়া। তার সাথে যাওয়া কয়েকজন মৎস্যজীবি সহ আশপাশের লোকজন সন্ধান চালিয়ে না পেলে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে যায়। প্রায় ৮ ঘন্টা পর দুপুর ১টার দিকে বাদশা মিয়ার মরদেহে উদ্ধার করা হয়।
নিহত বাদশা মিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ অলির বাপের পাড়া গ্রামের মৃত আশারফ উজ্জামানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, প্রতিদিনোর মতো বাদশা মিয়া আরো কয়েকজনের সাথে শনিবার ভোরে চিংড়ি জোনের খালে মাছ ধরতে যায়। হঠাৎ পানিতে জাল আটকে পড়ে। জাল তুলতে ডুব দেয় বাদশা মিয়া। এরপর আর উঠেননি তিনি। সহযোগিরা খোঁজ করেও পাননি। ফলে আরো লোকজন জড়ো হয়ে সন্ধান চালায়। এরইমধ্যে পৌছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সবার সম্মিলিত চেষ্টায় জালে পেচানো অবস্থায় বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মৎস্যজীবির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, ঘটনাটি আমাকে কেউই জানায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে দেখেই পানিতে ডোবার ঘটনাটি জানতে পারি।