কক্সবাজারের চকরিয়ায় টমটম গাড়ীর ধাক্কায় খোরশেদ আলী (৭০) নামে এক বয়োবৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন । বুধবার (১০ আগষ্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন হারবাং এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের আলীপুর গ্রামের বীর মুক্তিযুদ্ধা, সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আলীর ছোট ভাই এবং, হারবাং কিল্লার পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, খোরশেদ আলী ওই দিন রাতে গয়াল মারা মসজিদে এশার নামাজ আদায় করে মহাসড়ক পার হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রত গতির টমটম গাড়ি এসে তাকে জোরে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হলে তার মৃত্যু হয়।