দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টি (বিদিশা এরশাদ) সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সামসুল আলম।
১৩ আগষ্ট শনিবার সকাল দশটায় চকরিয়া পৌরশহরের সিটি সেন্টারের তৃতীয় তলায় কক্সবাজার জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা ও পরিচিত সভায় এ কথা বলেন তিনি।
জাপা সামসুল আলম বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে। সরকার দাম না বাড়ালেও পারতো। ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের অর্জিত মুনাফা সমন্বয় করলেই দাম বাড়ানোর প্রয়োজন হতো না। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সামসুল আলমকে কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়ায় এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে কক্সবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট ওমর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলম। এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, কাজী আবু ওমর মোহাম্মদ ফারুক, জসিম উদ্দিন কমিশনার, আবদুল্লাহ আল ছিদ্দিকী, হোসনে আলম চৌধুরী নিয়ামত মিয়া, ওসমান গণি সওদাগর, মাষ্টার বদিউল আলম, এনামুল হক, ডা. মোহাম্মদ সরওয়ার আলম, জেলা সদস্য শোয়াইব মোহাম্মদ রুবেল, ডা. মো: বেলাল, মো: ইছাক, মাওলানা এমএম হেদায়তুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা আহসান পারভেজ, এডভোকেট শাহ এমরান, বাদশা মেম্বার, হাফেজ ইকবাল, প্রফেসার কামরুল, মাওলানা আইয়ুব জিহাদী, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা পারভিন মনি, উপজেলা জাতীয় মহিলা পার্টির জোৎসা আক্তার, শাহাদত হোসাইন, মো. আইয়ুব।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘেœ বাস করতে পারেন সেজন্য সর্বাত্মক কাজ করা হবে বলেও জানান সদ্য গঠিত নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনটি জাতীয় পার্টিকে উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের সাথে নিয়ে এই আসনটি বিজয় করবো ইনশাল্লাহ।