কক্সবাজারের চকরিয়ায় নাছির উদ্দীন (৪০) নামে একব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সোমবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। সে তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, নাছির এদিন সকাল ১০টায় নিজ বাড়িতে বিদ্যুতের আয়রণ (স্ত্রী) দিয়ে কাপড় আয়রণ করছিল। এসময় তিনি অসাবধানতা বসত সুইচ বোর্ডের চকেটে প্লাগ ঢুকাতে গেলে হঠাৎ তার শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাকারা ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।