কক্সবাজারের চকরিয়ায় চারটি পেট্টোল পাম্পে ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত ১৬ আগষ্ট দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ্জামান।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. রাহাত উজ্জামান মাতামুহুরীকে বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের পেট্টোল পাম্প গুলো গ্রাহকের কাছ থেকে ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করছিলো। কোন পেট্রোল পাম্পে মূল্য তালিকাও ছিলো না।
১৬ আগষ্ট পেট্টোল পাম্ব গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিমাপে কম পাওয়া যাওয়ায় একটি পেট্রোল পাম্পকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়। অন্য তিনটি পেট্রোল পাম্পে ওজন যথাযথ পাওয়া গেলেও ওজনের বিএসটিআই কর্তৃক প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে চকরিয়া থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।