লামা পৌরসভা এলাকাতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর, ২০২২ ইং) সকাল ৯ টায় নির্দিষ্ট ডিলারের মাধ্যমে সরকারি ভূর্তুকি মূল্যে খাদ্য শস্যের বাজারদর উর্ধ্বগতির প্রবণতা রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় খোলা বাজারে চাল ও আটা বিক্রয় (ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
লামা পৌরসভার ৬টি কেন্দ্র এর মধ্যে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে প্রতি পরিবারকে ৫ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। সেক্ষেত্রে লামা পৌরসভার ৩টি করে কেন্দ্রে প্রতিদিন ১২শত মানুষ ৫ কেজি করে চাল পাবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে ডিলার বাসু দেব পালিত এর কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক, সাইফুদ্দিন, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিমির কুমার দে, উপোসিং মার্মা প্রমূখ।
সংশ্লিষ্ট খাদ্য অফিস সূত্রে জানায়, খোলা বাজারে (ওএমএস) বিক্রি কার্যক্রম চলমান থাকবে ও উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। সপ্তাহে ৫ দিন (শুক্রবার, শনিবার ব্যতীত) সকাল ৯ টা হতে ৫ টার মধ্যে এই কার্যক্রম চলমান থাকবে। খোলা বাজারে (ওএমএস) এ চাল বিক্রির প্রত্যেক উপকারভোগীকে ০৫ কেজি করে প্রতিকেজি ৩০ (ত্রিশ) টাকা দরে প্রদান করা হচ্ছে।