কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটায় পুকপুকরিয়া এটিএম পার্কে আয়োজিত সম্মেলন জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এবং বিকালে চকরিয়া আবাসিক মহিলা কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিশেষ অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায়
প্রধান বক্তার বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরুউদ্দীন আহমদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খালেদ মিথুন, সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন। সভাপতি জাহিদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক পদে আলমগীর চৌধুরী নির্বাচিত হন।