বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে প্রেস কাউন্সিল আইন ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের প্রচলিত আইনের যথাযত প্রয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সকাল থেকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম । এ সময় তিনি বলেন,বাংলাদেশে কঠিন পরিস্থিতির মধ্যেও সাংবাদিকরা দায়িত্ব পালন করছে, তারা দেশ ও জাতির জন্য অবদান রাখছে। তাই সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকার বেশকিছু উদ্দ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রেস কাউন্সিলের মাধ্যমে সারাদেশের সাংবাদিকদের জন্য ইউনিক আইডি করার কাজ চলছে। এছাড়া প্রেস কাউন্সিল আইনকে আরো শক্তিশালী করতে কাজ চলছে। এতেও সাংবাদিকরা অনেক হয়রানী থেকে রেহাই পাবে,উপকার পাবে।
সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ও উন্নয়ন মো: নাসিম আহমেদ, উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য দেশের বিশিষ্ট আইনজীবী এড জেড আই খান পান্না, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, পুলিশ পরিদর্শক গোলাম কবির, জেলা সহকারী তথ্য অফিসার মিজানুর রহমান। পুরো অনুষ্টান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম। এতে কক্সবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। পরে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় ।