কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত সিএনজিচালক মোঃ মামুন (২৮) উপজেলার মিনা বাজারের গুনার পাড়ার বাসিন্দা। অপরজন সিএনজির মালিক মোঃ জয়নাল (৩৫)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌণে ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
হ্নীলা সিএনজি সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা, টেকনাফ থেকে ছেড়ে আসা এ সালাম পরিবহনের বাস ও অপর দিক থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা সবাই এক পরিবারের। তারা পালংখালি গয়ালমারা হাসপাতাল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল নেওয়ার পথে দুইজন মারা যায়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।