1. iliycharman7951@gmail.com : admin :
দিনদুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে কলেজ ছাত্রীর কানেরদুল-টাকা ছিনতাই - matamuhuri - মাতামুহুরী
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাস্টবিনে একদিন বয়সী নবজাতকের মরদেহ কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ চকরিয়ায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাইক্রোবাস চালক গ্রেফতার লামা উপজেলা শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশের সঙ্গে চকরিয়ায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময়  চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণের পর টাকা লুটে নিয়ে ছিনতাইকারী সাজিয়ে মানহানির অভিযোগ চকরিয়ায় সাবেক সিএসপি কর্মকর্তার জায়গা দখল নিতে মরিয়া প্রভাবশালীব্যক্তি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে ময়লা আবর্জনা ফেলানোর অভিযোগ কক্সবাজার সদর হাসপাতালে যোগ দিলেন নতুন তত্ত্বাবধয়াক ডা. মং টিং ঞো তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান

দিনদুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে কলেজ ছাত্রীর কানেরদুল-টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ পঠিত

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে সিএনজি অটোরিকশা আটকিয়ে এক কলেজ ছাত্রীর কানেরদুল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে পাকড়াও করার পর ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম বাবুল তাকে কৌশলে ছিনিয়ে নিয়ে যায়। রবিবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবুলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগী কলেজ ছাত্রী বলেন, মহেশখালীর হোয়ানক ইউনিয়ন থেকে সকালে দুই ভাইবোন মিলে চকরিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে ফেরার পথে বাটাখালী এলাকায় পৌছলে ফুলতলা এলাকার হারুন বাদশাহ ও ফরহাদের নেতৃত্বে তিনটি মোটরসাইকেল করে ৭জন তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে মারধর করে। একপর্যায়ে ওই কিশোরীর কানেরদুল, ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল হাতিয়ে নেয় এবং জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে অশ্লীল ছবি তোলে মোবাইলে ধারণ করে ছিনতাইকারীরা। পরে সিএনজি অটোরিকশা ড্রাইভারকে জিম্মি করে গাড়িকে ঘুরিয়ে স্বপ্নপুরী এলাকায় নিয়ে আসে। স্বপ্নপুরী এলাকায় পৌঁছে সিএনজি চালক গাড়িকে থামিয়ে দিলে ছিনতাইকারীরা ড্রাইভারকে মারধর করতে থাকে। আশেপাশের লোকজন দৃশ্যটি দেখে এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যেতে চাইলে স্থানীয়দের সহযোগিতায় হারুন বাদশাহ নামক এক ছিনতাইকারীকে আটক করে। পরে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সাইফুল ইসলাম বাবুল এসে অপরাপর ছিনতাইকারীদের খোঁজ নেয়ার কথা বলে হারুন বাদশাকে নিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইয়ের শিকার দুই ভাইবোন পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি ও অপরাপর ছিনতাইকারীদের আটকের চেষ্ঠা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych