1. iliycharman7951@gmail.com : admin :
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন - matamuhuri - মাতামুহুরী
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ পঠিত

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন কক্সবাজারের জেলা দায়রা জজ আদালত। রোববার (১১ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম। এর আগে সোমবার (১৩ জুন) আদালতে মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পুলিশের অভিযোগপত্রে ২৯ জনকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে ১৫ জন কক্সবাজার জেলা কারাগারে আছেন। অপর ১৪ জন ঘটনার পর থেকে পলাতক। আসামি সবাই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ (৪৮)। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মি’ বা আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত) কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়।পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych