1. iliycharman7951@gmail.com : admin :
বদরখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও সমিতির প্রয়াত সম্পাদকের দোকান প্লট জবরদখল - matamuhuri - মাতামুহুরী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সদর হাসপাতালে যোগ দিলেন নতুন তত্ত্বাবধয়াক ডা. মং টিং ঞো তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের এমপিও স্থগিত লামায় ভাইয়ের হাতে ভাই খুন রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী শিক্ষকের পিটুনিতে ছাত্রের বাম পা ভেঙ্গে গেছে চকরিয়ায় স্থানীয় সরকার দিবস পালন বৃক্ষরোপনে বন্ধু ফাউন্ডেশনের গৃহিত কর্মসুচি নিরাপত্তা বেস্টনী সুরক্ষিত হবে–সাঈদী প্রতিবন্ধী খালেদাকে ঘর দিলেন কাউন্সিলর মুজিব

বদরখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও সমিতির প্রয়াত সম্পাদকের দোকান প্লট জবরদখল

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ পঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও সমিতির প্রয়াত সম্পাদকের নামে বরাদ্দকৃত চারটি দোকানের প্লট জবরদখলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দোকানেরপ্লট গুলো দখলে নিয়ে শুক্রবার সকাল থেকে সেলো মেশিন বসিয়ে পাশের সাগর চ্যানেল থেকে বালু উত্তোলনপূর্বক দোকানের ওই জায়গায় ভরাট করা হচ্ছে। ভুক্তভোগী প্লট মালিকপক্ষের লোকজন অভিযোগ তুলেছেন, দোকানের প্লটগুলো জবরদখলের ঘটনায় নেতৃত্ব দিচ্ছেন বদরখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তাঁর ছেলে ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ তানভীর।
বদরখালী বাজারের পশ্চিমাংশে পাউবোর বেড়িবাঁধ লাগোয়া চারটি দোকানের প্লট মালিক বদরখালী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এম. হোছাইন আহমদ ও সমিতির প্রয়াত সম্পাদক একেএম ইকবাল বদরী। তদমধ্যে সমিতির বরাদ্দ অনুকুলে একটি ও ক্রয়সুত্রে দুইটিসহ মোট তিনটির মালিক সাবেক চেয়ারম্যান হোছাইন আহমদ।
এঘটনায় ভুক্তভোগী দোকানপ্লট মালিক সাবেক চেয়ারম্যান হোছাইন আহমদ শুক্রবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে লিখিত অভিযোগ দিয়েছেন বদরখালী সমিতির সম্পাদক নুরুল আমিন জনির হাতে।
অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বদরখালী সমিতির সম্পাদক নুরুল আমিন জনি। তিনি বলেন, সাবেক চেয়ারম্যান হোছাইন আহমদ ও সমিতির প্রয়াত সম্পাদক ইকবাল বদরীর দোকানপ্লট জবরদখলের ঘটনাটি কোনভাবে মেনে নেওয়া যায় না। মুলত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী জোরপূর্বকভাবে এ কাজটি করছেন। সমিতির বর্তমান কমিটির সম্পাদক হিসেবে আমি তাকে নিষেধ করেছি, দোকানের প্লটগুলো দখল না করতে। তিনি কথা শুনছে না।
সাবেক ইউপি চেয়ারম্যান এম হোছাইন আহমদ বলেন, ১৯৮২ সালে বদরখালী সমিতির ব্যবস্থাপনা কমিটির সিদ্বান্তের আলোকে সমিতির ১৬২জন সভ্যকে একটি করে দোকানপ্লট বরাদ্দ দেওয়া হয়। তদমধ্যে ১২৪নং দোকানপ্লট মালিক সমিতির প্রয়াত সম্পাদক ইকবাল বদরীর বাবা কবির আহমদ। ১২৭ নং দোকানপ্লট আমার বাবা ছৈয়দ আহমদ নামীয় বরাদ্দকৃত। অপর ১২৫ ও ১২৬ নং প্লট দুইটি আগের মালিক থেকে পরবর্তীতে আমি ক্রয় করি। এতদিন আমরা প্লটগুলো খালী জায়গা হিসেবে রেখে দিই।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের দোকানপ্লটের পাশে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর স্ত্রী নুরে মর্জিনা জন্নাত লাকীর নামে কেনা একটি দোকান আছে। কয়েকদিন আগে চেয়ারম্যান মোহাম্মদ আলীর তার স্ত্রীর দোকানঘর সংস্কারের অজুহাতে কৌশলে আমার তিনটি ও সমিতির প্রয়াত সম্পাদকের একটি দোকানপ্লট দখলে নেমেছে। পাশাপাশি চলাচল পথের জায়গাও তিনি দখলে নিয়েছেন। এখন পাশের সাগর চ্যানেল থেকে সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলনপূর্বক সেখানে ভরাটের অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।
স্থানীয় লোকজন বলেছেন, আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বদরখালী সমিতির নতুন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনে সমিতির বর্তমান কমিটির সভাপতি নুরুল আলম সিকদারের ছেলে সরওয়ার আলম সভাপতি পদে এবং কমিটির বেশিরভাগ সদস্য ফের প্রার্থী হয়েছেন। একারণে সবাই ভোটের মাঠ নষ্ঠ হবে এই আশঙ্কায় জবরদখলের বিরুদ্ধে কথা বলছে না। এ সুযোগে আ.লীগ নেতা মোহাম্মদ আলী ও তার ছেলে তানভীর সাবেক চেয়ারম্যান ও সমিতির প্রয়াত সম্পাদকের দোকানপ্লট দখলে মেতে উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, আমি কারো দোকানপ্লট দখল করিনি। মুলত আমি সমিতি থেকে নিজের নামে বরাদ্দকৃত ও আমার স্ত্রী লাকীর নামে অন্যজন থেকে কেনা দোকানপ্লটে সংস্কার কাজ করছি। এই দোকানপ্লট আমি ১৯৯৪ সাল থেকে ভোগদখলে রয়েছি।
এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান মাতামুহুরীকে বলেন, ভুক্তভোগী দোকানপ্লট মালিক সাবেক ইউপি চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নিতে উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych