বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ইউনিয়ন পরিষদ হলরুমে এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লামা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ডা. অমর কান্তি চৌধুরী, গজালিয়া ইউনিয়ন আ.লীগের সভা মো. রবিউল্লাহ রবি, সম্পাদক উসুইঞ্চোয়াই মার্মা জয়।
আরও সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এমডি মো. আলমগীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লামা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইকেল আইচ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কামাল মজনুসহ অনেকেই।
সম্মেলনে ২য় অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে সভাপতি মো. কামাল উদ্দীন, সহ-সভাপতি উসাইমং মার্মা, সাধারণ সম্পাদক অংথোয়াইনু মার্মা জয়, যুগ্ন সম্পাদক মো. ইউনুচ রুবেল, সাংগঠনিক সম্পাদকদ্বয় বিজয় ত্রিপুরা, মেনওয়াই ম্রো, সাংস্কৃতিক সম্পাদক আছো মার্মাসহ ৭ (সাত) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।