কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের কেন্দ্র বিন্দু উপজেলা পরিষদ সড়কের কাজ শেষ হয়েছে। সড়কটির কাজ গত জুলাই মাসে শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়কটির ঠিকাদার। সড়কটির কাজ দ্রুত সময়ে শেষ হওয়ায় সরকারী বেসরকারী কর্মকর্তা – কর্মচারীসহ সব ধরনের মানুষের চলাচল পথ সুগম হয়েছে।
উখিয়া এলজিইডি সুত্রে জানা যায়, উপজেলা পরিষদের তহবিল হতে প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ২০০মিটারের বেশি সড়কটির আরসিসি ঢালায়ের কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন সড়কটির প্রস্হ ছোট এবং বিভিন্ন জায়গায় গর্ত হয় ও ভেঙ্গে যাওয়ায় যান চলাচলসহ চলাচলকারীদের নানান দুর্ভোগ পড়তে হয়।
বর্তমানে উপজেলা পরিষদ সড়কটির টেকসই উন্নয়ন সাধিত হওয়ায় জনমনে ও স্বস্তির ভাব পরিলক্ষিত হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া উপজেলা প্রকৌশলী মো: রোকনুজ্জামান খান মাতামুহুরীকে বলেন, আমি চেষ্টা করছি, সব জায়গায় কাজের কোয়ালিটি বজায় রাখার জন্য। কাজ করতে কিছু কিছু জায়গায় নানান প্রতিবন্ধিকতার কবলে পড়তে হচ্ছে, যার ফলে নিধার্রিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না। তিনি আরো বলছেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর তড়িৎ হস্তক্ষেপে অনেক জায়গায় বন্ধ থাকা কাজ দ্রুত সময়ে শেষ করতে পেরেছি।