সুমাইয়া জান্নাত। বয়স সবে মাত্র আড়াই বছর। বাড়ির উঠানে সহপাটিদের সঙ্গে খেলছিলো সে। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সুমাইয়া। খবর পেয়ে মা জায়না বেগম গিয়ে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া জান্নাত ওই এলাকার আরিফুল ইসলামের মেয়ে। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল করিম বলেন, সুমাইয়া খেলার ফাঁকে কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে তার মা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি প্রশাসনকে অবহিত করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।