কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজা-পরোয়ানাভুক্ত ও দেশীয় মদসহ ৩৫ আসামিকে গ্রেফতার করেছে। ২১ সেপ্টেম্বর রাত ১০টা হইতে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এরমধ্যে জি আর মামলার ১৬, সি আর ১৪, সাজাপ্রাপ্ত ২ ও ৮০ লিটার চোলাইমদসহ আরও ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম (২২), মো. রিফাত (২২), মো. ইকবাল হোসেন (১৯), সালাউদ্দিন (২০), জয়নাল আবেদীন (২৩) প্রকাশ জয়নাল, মো. মোশারফ মিয়া (২১), জয়নাল উদ্দিন প্রকাশ বাশী (৬০) মো. ওয়াজ উদ্দিন প্রকাশ সাদ্দাম (৩০), মো. মোবারক (৩০), মো. সাকিল (১৯), গুরা মিয়া (২৫), মো. রাশেদ (২৪), জসিম উদ্দিন (৩০), বশির আহাম্মদ (২৬), আবদুস সালাম (৩০), আবু হাসান (২০), মো. জামাল (২৫), আবুল বশির (৩৫), রফিক আহমদ (২১), বেল্লাল সওদাগর (২২), মোহাম্মদ লোকমান (২৭), কফিল উদ্দিন (৪৫) পিতা- মৃত আব্বাস আহমদ সাং-উত্তর কাহারিয়াঘোনা, ঘাটপাড়া, ৫নং ওর্য়াড, চকরিয়া পৌরসভা।
জসিম উদ্দিন (২৬), আব্দুল মজিদ প্রকাশ নাগু (২২), মো. ইলিয়াছ, মনজুর আলম (৩৩), আবদুর রহিম (২২) মো. জামাল (৩২), সাহেনা বেগম, (৩২) চকরিয়া পৌরসভা, সর্বথানা-চকরিয়া, কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।