চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী (৭২) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ২১ সেপ্টেম্বর বুধবার বেলা ১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্টিত হবে। তিনি পশ্চিম কৈয়ারবিল হামিদুল্লাহ সিকদারপাড়ার মরহুম ছৈয়দ আহমদ সিকদারের ৪র্থ ছেলে। দু’ছেলে ও দু’মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানের জাগো দল থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত আপদ-মস্তক জাতীয়তাবাদী পরিবারের সদস্য ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিকদল ও বিভিন্নমহলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শাহজাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম শাহজাহান চৌধুরী চকরিয়া উপজেলা বিএনপিকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু আমি গভীরভাবে শোকাহত ও ব্যতিত হয়েছি।