কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারি কর্তৃক একই অফিসের মোহরারকে মানসিক নির্যাতনের ফলে বিষপান করেছে মোহরার দূর্জয় পাল। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছে তিনি এখনো সংকামুক্ত নয়।
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক, বড় ভাই বাবুল পাল, শ্যালক সুমন, রিপন জানান, ২০ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে খুরুশকুল গুচ্ছগ্রাম থেকে এক লোক ফোন করে বলে দূর্জয় বিষপান করে আত্মহত্যার চেষ্ঠা করেছে। পরে আমরা গিয়ে আরো লোকজনের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। দূর্জয় পাল আমাদের বলেছেন তার অফিসের প্রধান সহকারি নিবাস পাল তাকে দীর্ঘদিন ধরে মানসিক ভাবে নির্যাতন করছেন। তার সাথে আরো কয়েকজন কর্মচারীরা মিলে দূর্জয়কে বিভিন্নভাবে মানসিক ভাবে হেনস্তা করে আসছে। তাকে একাধিক কাজের চাপে ফেলে, বিভিন্ন মিথ্যা কথা বলে সাব-রেজিস্টারের কানভারী করে নানান ভাবে চরম মানসিক কষ্ট দিয়েছে। বিষয়টি আমরা নিবাস পালকে ফোন করেছিলাম। সেই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্ঠা করেছেন। স্ত্রীর দাবী দূর্জয় পাল গত ২-৩ মাস ধরে প্রায় সময় অফিসের সহকারি নিবাস পালের মানসিক নির্যাতনের কথা বলছিল। রাতের ১২ টার আগে বাড়ি আসতে পারতো না। আর নিবাস পাল অনিয়ম দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাই কাউকে পাত্তা দেয় না।
এব্যাপারে চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারি নিবাসপাল বলেন, দূর্জয় যে অভিযোগ করছে সেটা সম্পূর্ন মিথ্যা। আমি অফিস প্রধান হিসাবে সাব-রেজিস্ট্রার যা আদেশ করেন আমি তা পালন করি। এখানে নির্যাতনের কোন বিষয় নাই।
এব্যাপারে চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অমিত মন্ডল চাকমা বলেন, দূর্জয় যদি কোন অসুবিধায় থাকলে আমাকে জানাতে পারতো। সে বা তার পরিবার যা বলছে তার কোন ভিত্তি নেই।
এদিকে ২১ সেপ্টেম্বর বিকালের দিকে দূর্জয় পালের অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।