1. iliycharman7951@gmail.com : admin :
চকরিয়াতে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আন্তঃ ধর্মীয় সংলাপ - matamuhuri - মাতামুহুরী
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সদর হাসপাতালে যোগ দিলেন নতুন তত্ত্বাবধয়াক ডা. মং টিং ঞো তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের এমপিও স্থগিত লামায় ভাইয়ের হাতে ভাই খুন রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত স্থানীয় সরকার দিবস মেলার সমাপনী উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী শিক্ষকের পিটুনিতে ছাত্রের বাম পা ভেঙ্গে গেছে চকরিয়ায় স্থানীয় সরকার দিবস পালন বৃক্ষরোপনে বন্ধু ফাউন্ডেশনের গৃহিত কর্মসুচি নিরাপত্তা বেস্টনী সুরক্ষিত হবে–সাঈদী প্রতিবন্ধী খালেদাকে ঘর দিলেন কাউন্সিলর মুজিব

চকরিয়াতে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আন্তঃ ধর্মীয় সংলাপ

মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ পঠিত

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর, ২০২২ বিকাল ০৩ টায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজির উদ্যোগে উক্ত উপজেলার মোহনা মিলনায়তনে চকরিয়াতে বসবাসরত সকল ধর্মের অনুসারীদের অংশগ্রহণে চকরিয়ার বিদ্যমান সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যকে গতিশীল রাখার লক্ষ্যে এক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা পিএফজির পিস এ্যাম্বাসেডর শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চকরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া। সভায় আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমগ্র বিশ্বে বাংলাদেশের অন্যতম পরিচয় হচ্ছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানগণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, কতিপয় দুষ্কৃতিকারী এদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করছে ও তাদের নামে গুজব ছড়াচ্ছে। যার কারণে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এমতাবস্থায় প্রশাসন ও সচেতন নাগরিকগণ ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির চর্চায় পদক্ষেপ নিলে কোন দুষ্কৃতিকারী মহল আর সুযোগ নিতে পারবেনা। উক্ত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য সচিব আ ক ম গিয়াসউদ্দিন, চকরিয়া সনাকের সভাপতি বুলবুল জান্নাত, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, সন্তোষ কুমার সুশীল প্রমুখ।

এছাড়াও সভার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়ার মুসলিম সম্প্রদায়ের মাওলানা কফিল উদ্দিন ফারুক ও মাওলানা শিবলী নোমান, হিন্দু সম্প্রদায়ের এম আর চৌধুরী ও শিবু চক্রবর্তী, বৌদ্ধ সম্প্রদায়ের লোকেশ বড়ুয়া ও অং কে চিং ও খ্রিস্টান সম্প্রদায়ের সুব্রত মালাকার প্রমুখ ধর্মীয় নেতৃবৃন্দ। পাশাপাশি চকরিয়ার সকল রাজনৈতিক দল, সুশীল ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে চকরিয়ার চলমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো গতিশীল রাখার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych