চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর জানাযায় ২২ সেপ্টেম্বর বিকাল ৩টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শোকাহত মানুষের ঢল নামে।
জানাযাপূর্ব সমাবেশে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, চকরিয়া পৌর বিএনপির আহবায়ক এসএম আবুল হাসেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, শাহারবিল ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, অধ্যক্ষ এস এম মনজুর, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী, মরহুমের বড় ছেলে মোনায়েমুল ইসলাম চৌধুরী প্রমুখ। জানাযায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মাওলানা আবু তাহের।
এসময় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি এএইচ সালাহউদ্দিন মাহমুদ, সাবেক এমপি মোহাম্মদ ইলিয়াস, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাহাব উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর চৌধুরী খোকন মিয়া, জামায়াত নেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উত্তর জামায়াতের আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ, চকরিয়া এশিয়ান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শামশুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌর যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, ইসলামনগর মাদরাসার পরিচালক মাওলানা ফয়েজুল গণি বোখারী, চকরিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সাইমুল হাসান জামশেদ, চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ তালহা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
বিএনপি নেতা শাহজাহান চৌধুরী বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম পলি ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।