1. iliycharman7951@gmail.com : admin :
চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারীর নির্যাতনে বিষপান করা মোহরার দূর্জয় পাল মারা গেছে : চিরকুটে লিখে গেছে নির্যাতনকারীদের নাম - matamuhuri - মাতামুহুরী
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারীর নির্যাতনে বিষপান করা মোহরার দূর্জয় পাল মারা গেছে : চিরকুটে লিখে গেছে নির্যাতনকারীদের নাম

মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৭ পঠিত

কক্সবাজার চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী সহ অন্যান্য সহকর্মীদের অমানুষিক নির্যাতনে বিষপান করা একই অফিসের মহোরার দূর্জয় পাল মারা গেছেন।

২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এদিকে তার বিষপানের জন্য দায়ী এবং বিভিন্ন সময় অমানুষিক নির্যাতনের জন্য চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী নিবাস কান্তি পাল, মোহরার লিটন পাল, পিয়ন নাছির উদ্দিনকে দায়ী করে একটি চিরকুট লিখে গেছে দূর্জয় পাল।
সরেজমিনে কক্সবাজার জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা দূর্জয় পালের স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।
এসময় দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক বলেন, আমার স্বামীকে দীর্ঘদিন ধরে নিবাস পাল, লিটন, নাছির সহ অফিসের সহকর্মীরা মানিসকভাবে নির্যাতন করছিল। তারা আমার স্বামীকে তার কাজের বাইরে অতিরিক্ত কাজ দিত। কাজ পারে না নাজেহাল করতো, তার শরীর থেকে গন্ধ উঠতো বলে ছোট করতো। এমনকি তাকে বস্তাভরে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। সে এসব নির্যাতন সহ্য করতে না পেরে গত বুধবার রাতে আমার স্বামী বিষপান করে আত্মহত্যার চেষ্ঠা করে। সে খুরুশকুলের গুচ্ছগ্রামক এলাকায় গিয়ে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে এনে হাসপাতালে এনে চিকিৎসা করা অবস্থায় মৃত্যুবরণ করে। এ সময় তিনি নিবাস পাল সহ অন্যান্য দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।
এসময় দূর্জয় পালের বড় ভাই বাবুল পাল বলেন, আমার ভাইকে নিবাস নির্যাতন করতো সেটা আমাদের অনেকবার বলেছে। আমি সে বিষয়ে নিবাসকে ফোনও করেছিলাম। মুলত তারা খুবই পরিকল্পিত ভাবে দূর্জয়কে ছোট করতো। কাজ থেকে দূরে রাখতো। দূর্জয় একটি চিরকুটে সব লিখেছেন।
শ্যালক সুমন মল্লিক বলেন, আমার বোন জামাইকে অমানষিক নির্যাতন করে মৃত্যুর পথে ঠেলে দিযেছে। আমরা মামলা করবো এবং খুনিদের বিচার চাইবো।
এব্যাপারে চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী নিবাস পাল বলেন, দূর্জয় পাল আমার আত্মীয় হয়। তাকে মানসিক নির্যাতনের প্রশ্নই আসে না। আমি শুধু অফিসের দায়িত্ব পালন করার জন্য সব সময় বলেছি।
চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অমিত মন্ডল চাকমা বলেন, আমার জানামতে অফিসে মানসিকভাবে নির্যাতনের কোন ঘটনা জানা নেই তাছাড়া কোন সমস্যা হলে আমাকে জানাতে পারতো।নিহত দূর্জয় পালের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।
উল্লেখ্য দূর্জয় পাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়ার মধুরাম পাল ও মনাসারানী পালের ছেলে। বর্তমানে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় থাকে। তার ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে তারা উভয়ে শহরের বর্ডার গার্ড স্কুলে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych